News & Notice DUTTAPULIA UNION ACADEMY (H.S)
Admission_Notice_for_class-XI
03-May-2025
একাদশ শ্রেনির ভর্তির নোটিশ।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের একাদশ শ্রেণীর কলা ও বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ইচ্ছুক মাধ্যমিক পরিক্ষায় সফল ছাত্র-ছাত্রী দের কে বিদ্যালয়ের ওয়েবসাইট www.duttapuliaunionacademy.com তে আগামী ইংরাজী- ০৫/০৫/২০২৫ তারিখ থেকে ২০/০৫/২০২৫ তারিখের মধ্যে অন-লাইন আবেদন করে, আবেদনপত্রের কপি সঙ্গে প্রয়োজনীয় প্রমাণপত্র দিয়ে ২০/০৫/২০২৫ তারিখ এবং ২১/০৫/২০২৫ তারিখ বেলা ১২টার এর মধ্যে বিদ্যালয়ের অফিসে জমা করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। ভর্তি হবার জন্য নামের তালিকা ২২/০৫/২০২৫ তারিখে প্রকাশ করা হবে। সেই তালিকা অনুযায়ী বিদ্যালয়ের একাদশ শ্রেণিতে ভর্তি নেওয়া হবে।
বিঃ দ্রঃ বিজ্ঞান বিভাগে ভর্তির আবেদনের জন্য, ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক পরিক্ষার মোট প্রাপ্ত নম্বর ৬০% এবং বিজ্ঞান বিভাগের প্রতিটি বিষয় ভিত্তিক ৫০% নম্বর থাকা বাধ্যতামূলক।
প্রয়োজনীয় প্রমাণ পত্র।
১। মাধ্যমিকের এডমিট, মার্কশিট, সার্টিফিকেট এর জেরক্স কপি।
২। বহিরাগত ছাত্র/ছাত্রীদের পূর্বতন বিদ্যালয় পরিত্যাগের শংসাপত্র
(Banglar Shiksha Portal Transfer Certificate) এর জেরক্স কপি।
৩। জন্ম সার্টিফিকেট এর জেরক্স কপি।
৪। জাতিগত শংসাপত্র (Caste Certificate) এর জেরক্স কপি।
৫। স্থায়ী বসবাসের বাসিন্দা শংসাপত্র।
৬। পিতা-মাতা ও নিজের আধার কার্ড এর জেরক্স কপি।
৭। পিতা-মাতার ভোটার কার্ড এর জেরক্স কপি।
৮। PH ও BPL তালিকাভুক্ত হলে তার কপি।
৯। পাসপোর্ট মাপের ১টা নিজের রঙিন ছবি।
১০। নিজের নামের ব্যাংক পাস বই এর জেরক্স কপি।
দত্তপুলিয়া ইউনিয়ন একাডেমী (উঃ মাঃ) বিদ্যালয় এর পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষায় সফল সকল ছাত্রদের কে অভিনন্দন। ছাত্রদের উদ্দেশ্যে একটি ঘোষণা, যে সকল ছাত্ররা অন্যত্র পড়াশোনা করার জন্য বিদ্যালয় পরিত্যাগের শংসাপত্র (School Transfer Certificate) নিতে ইচ্ছুক তাদেরকে আগামী ইংরেজি ২০/০৫/২০২৩ তারিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আবেদন করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।
আদেশানুসারে-