News & Notice DUTTAPULIA UNION ACADEMY (H.S)

Admission_Notice_2024

06-December-2023

ভর্তি সংক্রান্ত নোটিশ

 

ভর্তির জন্য নামের তালিকা দেখতে এখনে ক্লিক করুন।

বহিরাগত ছাত্রদের ভর্তির নোটিশ

বহিরাগত ছাত্রদের অবিভাবক/অবিভাবিকা-কে জানানো যাচ্ছে যে, ২০২৪ সালের পঞ্চম থেকে নবম শ্রেনির ছাত্র-দের ভর্তির জন্য প্রয়োজনীয় প্রমাণ পত্রের আসল কপি সহ বিদ্যালয়ের নির্ধারিত ফিজ নিয়ে ভর্তির তালিকা অনুযায়ী প্রতিদিন বেলা ১১টা ৩০মিনিটের পর থেকে বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।

পূর্বতন বিদ্যালয়ের বাংলার শিক্ষা পোর্টাল থেকে অন-লাইন পরিত্যাগ পত্র ছাড়া কোন ছাত্র কে ভর্তি নেওয়া হবে না।

** ভর্তির তারিখ, সময় -

CLASS

DATE & TIME

SUBMITTED FORM NO

FEES

V

03/12/2024 & 11:30am

V1122 TO V1163

Rs.500/-

04/01/2024 & 11:30am

V1164 TO V1207

05/01/2024 & 11:30am

V1208 TO V1254

06/01/2024 & 11:30am

V1255 TO V1303

v

Contact school.

V1140, V1166, V1276

VI

08/01/2024 & 11:30am

VI279 TO VI323

09/01/2024 & 11:30am

VI324 TO VI352

VII,VIII

09/01/2024 & 11:30am

VII022, VII023,

VIII020, VIII023

IX

10/01/2024 & 11:30am

IX275 TO IX305

550/-

প্রয়োজনীয় প্রমাণ পত্র বিবরন।

পূর্বতন বিদ্যালয়ের বাংলার শিক্ষা পোর্টাল থেকে অন-লাইন পরিত্যাগ পত্র

জন্ম সার্টিফিকেট এর জেরক্স ।।

জাতিগত শংসাপত্র  (Caste Certificate) এর জেরক্স ।।

স্থায়ী বসবাসের বাসিন্দা শংসাপত্র

পিতা-মাতা নিজের আধার কার্ড এর জেরক্স ।।

৬। পিতা-মাতার ভোটার  কার্ড এর জেরক্স ।।

PH BPL তালিকাভুক্ত হলে তার কপি

পাসপোর্ট মাপের ১টা নিজের রঙিন ছবি

নিজের নামে ব্যাংক  পাস বই এর জেরক্স ।                                                                        

বিঃ দ্রঃ আবেদন পত্রের সঙ্গে প্রমাণ পত্রের যে জেরক্স কপি গুলি দেওয়া আছে সেগুলি আর জমা দিতে হবে না।