News & Notice DUTTAPULIA UNION ACADEMY (H.S)

New Student Admission Panel-2026 Click Here

03-January-2026

 

ভর্তির নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

 

বহিরাগত ছাত্রদের ভর্তির নোটিশ

২০২ সালের পঞ্চম থেকে নবম শ্রেনির বহিরাগত ছাত্রদের অবিভাবক/অবিভাবিকা-কে জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ে ভর্তির জন্য অন-লাইন আবেদনপত্র যারা জমা করেছিলেন তাদের প্রকাশিত নামের তালিকা অনুযায়ী নির্ধারিত দিনে বেলা ১১টা ৩০মিনিটের পর থেকে বিদ্যালয়ের অফিসে ভর্তি নেওয়া হবে। বিদ্যালয়ে ভর্তির সময় প্রয়োজনীয় প্রমাণ পত্রের আসল কপি সহ নির্ধারিত ফিজ নিয়ে কেবলমাত্র ছাত্রর পিতা অথবা মাতা কে উপস্থিত থেকে ভর্তির খাতায় স্বাক্ষর করা বাধ্যতামূলক।

** ভর্তির তারিখ, সময় -

CLASS

DATE & TIME

SUBMITTED FORM NO

FEES

V

05/01/2026 & 12:00pm

V1497 TO V1548

Rs.700/-

06/01/2026 & 11:30am

V1549 TO V1613

07/01/2026 & 11:30am

V1617 TO V1674

08/01/2026 & 11:30am

V1675 TO V1703

VI

08/01/2026 & 11:30am

VI448 TO VI475

Rs.700/-

09/01/2026 & 11:30am

VI476 TO VI538

10/01/2026 & 11:30am

VI540 TO VI559

VII

10/01/2026 & 11:30am

VII027 TO VII032

Rs.700/-

VIII

10/01/2026 & 12:00pm

VIII033 TO VIII034

Rs.700/-

IX

10/01/2026 & 12:30pm

IX347 TO IX370

Rs.750/-

 

প্রয়োজনীয় প্রমাণ পত্র বিবরন।

পূর্বতন বিদ্যালয়ের বাংলার শিক্ষা পোর্টাল থেকে অন-লাইন পরিত্যাগ পত্র (TC Certificate) এবং হোলি স্টিক রিপোর্ট কার্ড

জন্ম সার্টিফিকেট এর জেরক্স

জাতিগত শংসাপত্র  (Caste Certificate) এর জেরক্স ।।

স্থায়ী বসবাসের বাসিন্দা শংসাপত্র

পিতা-মাতা নিজের আধার কার্ড এর জেরক্স ।।

৬। পিতা-মাতার ভোটার  কার্ড এর জেরক্স ।। 

পাসপোর্ট মাপের ১টা নিজের রঙিন ছবি

নিজের নামে ব্যাংক  পাস বই এর জেরক্স ।  

বিঃ দ্রঃ অন-লাইন আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় প্রমাণ পত্রের জমা করা থাকলে সেগুলি আর জমা করতে হবে না।