News & Notice DUTTAPULIA UNION ACADEMY (H.S)

Admission_Notice_2025

03-December-2024

ভর্তি সংক্রান্ত নোটিশ

২০২৫ সালের পঞ্চম থেকে নবম শ্রেণীর বহিরাগত ছাত্রদের বিদ্যালয়ে ভর্তির জন্য বিদ্যালয়ের www.duttapuliaunionacademy.com এই ওয়েবসাইটে আগামী ১০/১২/২০২৪ তারিখ থেকে ২৪/১২/২০২৪ তারিখ এর মধ্যে অনলাইনে আবেদন করে, আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় প্রমাণপত্র দিয়ে ২৪/১২/২০২৪ তারিখ থেকে ২৬/১২/২০২৪ তারিখ দুপুর ২টার এর মধ্যে বিদ্যালয়ের অফিসে জমা করার নির্দেশ দেওয়া হচ্ছে। আবেদনকারী ছাত্রদের ভর্তির নামের তালিকা আগামী ২৮/১২/২০২৪ তারিখে প্রকাশ হবে। সেই তালিকা অনুযায়ী আবেদনকারী ছাত্রদের কে বিদ্যালয়ের নতুন শ্রেনিতে ভর্তি নেওয়া হবে

বিঃদ্রঃ পূর্বতন বিদ্যালয় পরিত্যাগের শংসাপত্রের নম্বর (Banglar Shiksha Portal ID) দিয়ে ভর্তির আবেদন করা বার্ধতামুলক।

প্রয়োজনীয় প্রমাণপত্র

1. পূর্বতন বিদ্যালয় পরিত্যাগের শংসাপত্র (Banglar Shiksha Portal Transfer Certificate)

2. জন্ম সার্টিফিকেট এর জেরক্স কপি

3. আধার কার্ডের জেরক্স কপি

4. রেশন কার্ডের জেরক্স কপি

5. পিতা-মাতার ভোটার ও আধার কার্ডের জেরক্স কপি

6. জাতিগত শংসাপত্র (SC,ST,OBC card) এর জেরক্স কপি (যদি থাকে)

7. ব্যাংক একাউন্টের প্রথম পাতার জেরক্স কপি

8. এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি